শুনেছি ফেইসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা ‘হা..হা’ প্রতিক্রিয়া দিয়েছে। এর জেরে স্থানীয় দুই দলের মধ্যে মারামারি হয়েছে, বলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফেইসবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা…হা’ প্রতিক্রিয়া দেওয়ার জেরে স্থানীয় ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। রোববার উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছাত্রদল কর্মী মো. হাসান, মো. সিয়াম এবং রিয়ান। তারা উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ও শ্রীবতিকাঠী গ্রামের বাসিন্দা।
সিয়াম শেখ অভিযোগ করে বলেন, “জুলুহার গ্রামের রিয়াদ ফেইসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে।
“সেই ছবিতে আমরা ‘হা..হা’ রিয়েক্ট দিই। এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে বসে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ছাত্রলীগের ১০-১২ নেতাকর্মী লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

